পবিত্র হজব্রত পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। রোববার (২৬ আগস্ট) রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ৩৮০ জন হাজি দেশে ফিরেন।
বাংলাদেশ বিমান সূত্র জানায়, রাত ৩টা ২০ মিনিটে প্রথম ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি প্রায় দেড় ঘণ্টা দেরিতে পৌঁছায় বলে জানান যাত্রীরা। হাজিদের স্বাগত জানাতে বিমানের শীর্ষপর্যায়ের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
দেশে ফিরে হাজিরা জানান, অন্যান্যবারের তুলনায় এবার অনেকটা সহজেই হজব্রত পালন করেছেন সবাই। কোথাও তেমন কোনো সমস্যা হয়নি। তবে কোনো কোনো যাত্রী বেসরকারি হজ এজেন্সিগুলোর অব্যবস্থাপনার অভিযোগ করেন। হজের সেবার মান বাড়াতে কর্তৃপক্ষকে আরও বেশি আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি সৌদি এয়ারলাইনসের ফ্লাইটেও আজ থেকে হাজিরা দেশে ফিরবেন।
জয়নিউজ/আরসি