নগরে ফায়ার সার্ভিসের অভিযান শেষে দুটি বহুতল ভবন ও দুটি বিপণীবিতানে লাল সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। ভবনগুলোকে ‘অগ্নি ঝুঁকিপূর্ণ’হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (৬ মার্চ) বিকালে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি দল এসব ভবনে অভিযান চালায়।
এই চার ভবন হলো- আসকার দীঘির পাড়ের কর্ণফুলী টাওয়ার, লালদীঘির পাড়ের মহল মার্কেট ভবন, জহুর হকার্স মার্কেট ও মিউনিসিপ্যাল স্কুল ভবন মার্কেট।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী জয়নিউজকে বলেন, চিহ্নিত ভবন ও মার্কেটে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয়। আগেও তাদের সতর্ক করা হয়েছিল। বার বার নোটিস ও পরামর্শ দেওয়া হলেও তারা কার্যকর ব্যবস্থা নেয়নি। কোন ব্যবস্থা না নেওয়ায় সর্বসাধারণের জ্ঞাতার্থে ওই চারটি ভবন ও মার্কেটকে অগ্নি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।
নগরে এমন অভিযান ধারাবাহিকভাবে আরো চলবে বলেও জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা পূর্ণচন্দ্র।
জয়নিউজ/পার্থ/জুলফিকার