‘সমতা ও সংহতিনির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা’ এই প্রতিপাদ্য বিষয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র্যালি ও আলোচনা সভা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জেলা শহরের টাউন হলের সামনে থেকে র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন অফিসের হলরুমে স্বাস্থ্য দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মো. ইদ্রিস মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা উপ পরিচালক মনিরুল ইসলাম, সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আব্দুর রওফ, ডা. সরোয়ার মাহবুব, মেজবাহ উদ্দিন, জয়া চাকমা।
জয়নিউজ/সবুজ/আরসি