সেই মিতুর জামিন নামঞ্জুর

চাঞ্চল্যকর ডা. মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যার ঘটনায় তার স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

- Advertisement -

রোববার (৭ এপ্রিল) মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত মিতুর জামিন নামঞ্জুর করেন।

- Advertisement -google news follower

মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী জয়নিউজকে বলেন, রোববার ডা. আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর জামিন চেয়ে আবেদন করেছিলেন তার আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ এতে বিরোধিতা করে। পরে শুনানি শেষে আদালত তানজিলা হক চৌধুরী মিতুর জামিন নামঞ্জুর করেন।

প্রসঙ্গত, ৩১ জানুয়ারি ভোরে চান্দগাঁও আবাসিক এলাকার বাসায় স্ত্রী’র পরকীয়ার জের ধরে নিজ শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেন ডা. মোস্তফা মোরশেদ আকাশ। আত্মহত্যার পরে আকাশের মা বাদী হয়ে মিতুসহ ছয়জনকে আসামি করে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গত ৪ ফেব্রুয়ারি তানজিলা হক চৌধুরী মিতুর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জয়নিউজ/রুবেল/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM