বনানীতে আগুন: তাসভিরুলের জামিন

রাজধানীর বনানীর এফআর টাওয়ারের একাংশের মালিক তাসভিরুল ইসলাম জামিন পেয়েছেন।

- Advertisement -

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন তাসভিরুলের আবেদন শুনানি করে জামিন দেন।

- Advertisement -google news follower

কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভিরুল ২২ তলা এফআর টাওয়ারের ওপরের তিনটি তলার মালিক। তবে অগ্নিকাণ্ডের ঘটনার পর গ্রেপ্তার এফআর টাওয়ারের জমির মালিক এসএমআইচআই ফারুক এখনও কারাগারে রয়েছেন।

গ্রেপ্তার হওয়ার পর এই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত। রিমান্ড শেষে ৮ এপ্রিল আদালত এদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। ভবনটিতে আগুন লেগে ২৬ জন নিহত ও আরও প্রায় ৭০ জন আহত হওয়ার ঘটনায় রাজধানীর বনানী থানায় পুলিশের মামলায় অন্যদের মধ্যে এই দুজনকেও আসামি করা হয়।

- Advertisement -islamibank

আগুনের ঘটনার পর বনানী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপ-পরিদর্শক মিল্টন দত্ত বাদী হয়ে ভবনটির জমির মালিক ফারুক, ভবনটির নির্মাতা প্রতিষ্ঠান রুপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান ওরফে মুকুল (৫৭), তাসভিরুলসহ ভবনটির ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বিরুদ্ধে মামলা করেন।

জয়নিউজ/অভিজিত/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM