বিজু উৎসব উপলক্ষে কাপ্তাইয়ে তঞ্চঙ্গা সম্প্রদায় শুক্রবার (১২ এপ্রিল) সকালে আনন্দ শোভাযাত্রা বের করে।
‘আসুন, ঐতিহ্যকে ধারণ ও লালন করি, আমাদের সংস্কৃতি আমাদের গর্ব, ঐতিহ্য ও সংস্কৃতি হোক সম্প্রীতির বন্ধন, ধর্ম যার যার উৎসব সবার’ এমন ব্যানার-ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত তঞ্চঙ্গ্যা নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নেন। বড়ইছড়ি বাজার হতে শোভাযাত্রাটি কাপ্তাই-চট্টগ্রাম সড়ক প্রদিক্ষণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিজু উদযাপন কমিটির আহবায়ক দীপ্তিময় তালুকদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য শান্তনা চাকমা।
স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা জটিল। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই চাইন চৌধুরী, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মো. নূর, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা, হেডম্যান অরুণ তালুকদার।