বর্ষবিদায়ের অনুষ্ঠানের মধ্যদিয়ে নগরে শুরু হয়েছে পহেলা বৈশাখ উদযাপন। ডিসি হিলে ভায়োলিনের সুর পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের আগমনী বার্তা ছড়িয়ে দেয়।
শনিবার (১৩ এপ্রিল) বিকাল ৪টায় সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ চট্টগ্রামের আয়োজনে ডিসি হিলে শুরু হওয়া এ আনন্দ আয়োজন চলবে ৮টা পর্যন্ত। এতে থাকবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক দলের পরিবেশনা।
সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে নগরের ডিসি হিলে এবারও থাকছে দুই দিনব্যাপী বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান। চট্টগ্রামের শিল্প সাংস্কৃতিক অঙ্গনের দুইজন বরেণ্য ব্যক্তিকে দেওয়া হবে সম্মাননা। তারা হলেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক ডা এম সুলতান উল আলম ও বাচিক শিল্পী ফজল হোসেন।
সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আহ্বায়ক আহমেদ ইকবাল হায়দার জয়নিউজকে বলেন, মুক্তিযুদ্ধ ও মানবিক চেতনার বাংলাদেশ গড়তে এইবারে পহেলা বৈশাখে থাকছে নানা আয়োজন। ৪০ বছর ধরে ডিসি হিল উৎসব মুখর পরিবেশে এই আয়োজন করে চলেছে। এ বছর ডিসি হিল পার করবে বর্ষবরণের ৪১ বছর।
সরকারের বেঁধে দেওয়া সময় পর্যন্ত নানান সাংস্কৃতিক আয়োজন থাকবে ডিসি হিলে বলে জানান তিনি।