চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পালি বিভাগে নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ড. জ্ঞানরত্ন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনায় বৃহস্পতিবার (১১ এপ্রিল) তিনি এই দায়িত্ব বুঝে নেন।
এর আগে গত তিনবছর এই চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু।
ড. জ্ঞানরত্ন জাপান থেকে এসে ২০১০ সালে চবির প্রাচ্যভাষা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদানের তিনদিন পর চেয়ারম্যানের দায়িত্ব পান। ২০১৩ সালে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।
শিক্ষকতার পাশাপাশি ড. জ্ঞানরত্ন একাধিক গ্রন্থ রচনা করেছেন। এরমধ্যে ইংরেজিতে অনুদিত দি ওয়ে অব প্র্যাকটেসিং মেডিটেশন ইন থেরবাদে বুড্ডিজম ও দি অরিজিন অব অভিধম্ম এন্ড ইটস ডেভেলাপমেন্ট, বুদ্ধের শিক্ষা, নির্বাণ লাভের উপায় উল্লেখ্যযোগ্য। পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার লেখা প্রকাশিত হয়েছে।
এর আগে তিনি ২০১০ সালে জাপানের আইসি গাক্কুন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।