ফ্রান্সের রাজধানী প্যারিসের সাড়ে আটশ’ বছরের পুরানো নটরডেম গির্জার আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় এই আগুনের সূচনা হয়।
ভবনটির চিলেকুঠুরি থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে জানিয়েছে ফরাসি দৈনিক ‘লা মনদে।’ এরপর আগুন ঐতিহাসিক ভবনটির ছাদের ব্যাপক অংশে ছড়িয়ে পড়ে।
আগুন ধরার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে গির্জাটির সংস্কার চলছিল এবং তার সঙ্গে এ আগুনের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গির্জার এক মুখপাত্র জানিয়েছেন, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে । এছাড়া ভবনের আশপাশের এলাকা থেকেও লোকজন সরিয়ে নেওয়া হয়।
ইউরোপের শিল্প ইতিহাসে ত্রয়োদশ শতাব্দীর প্রায় মধ্যভাগ থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত সময়কালকে ‘গথিক কাল’ বলা হয়ে থাকে। ফরাসি গথিক স্থাপত্যের অনবদ্য উদাহরণ হিসেবে এ ভবনকে বিবেচনা করা হয়। ১১৬০ সালে এটি নির্মাণ করা হয় এবং ১২৬০ সালে এ গির্জার নির্মাণ পুরোপুরি শেষ হয়। অবশ্য, পুরো শতাব্দী ধরে এ ভবনের বিভিন্ন সংস্কার হয়েছে।
নটরডেম শব্দটির অর্থ ‘আমাদের নারী’।