রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু করতে যাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে রাজউকের পরিচালক (প্রশাসন) খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে বুলডোজার, ভেক্যু মেশিনারিজসহ রাজউকের একটি দল বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নেয়। তবে ভবনটিতে থাকা একটি ব্যাংকের ভল্ট, অফিসের অন্যান্য মালামাল সরিয়ে নেওয়ার জন্য রাজউকের পক্ষ থেকে দু’ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
খন্দকার অলিউর রহমান জানান, ভবন ভাঙার জন্য আমরা প্রস্তুত আছি।
তিনি বলেন, এটি একটি ১৫ তলা বিল্ডিং। এখানে আরও অনেক অফিস আছে। তাদের মালামাল সরিয়ে নেওয়া হলে আমরা ভাঙার কাজ শুরু করতে পারব।
অলিউর জানান, ভবন থেকে সব মালামাল অপসারণের পর আমাদের কার্যক্রম শুরু হবে। এটা করতে ১০ ঘণ্টা লাগতে পারে, আবার একদিনও লাগতে পারে।