তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতির প্রধান কার্যালয় বিজিএমইএ ভবন সিলগালা করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিল লেকে অবৈধভাবে গড়ে ওঠা ভবনটি সিলগালা করে দেওয়া হয়।
এর আগে ভবনটিতে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের অফিসের মালামাল সরিয়ে নিতে চার দফায় সময় বেঁধে দেওয়া হয়।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক (প্রশাসন) খন্দকার ওলিউর রহমান সাংবাদিকদের জানান, ভবনটির বেশিরভাগ মালামালই সরিয়ে নেওয়া হয়েছে। তবু কিছু মালামাল রয়ে গেছে। যাদের মালামাল, তারা পরে আবেদন করলে রাজউক বিষয়টি বিবেচনা করতেও পারে।
তিনি আরো বলেন, এখানে টেকনিক্যাল ও ম্যানেজমেন্টের কিছু বিষয় আছে, এগুলো শেষ হলেই আমরা ভবন ভাঙার কাজ শুরু করবো।