ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য দ্বাদশ বিশ্বকাপ আসরের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে স্বাগতিক দেশ ইংল্যান্ড। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা জফরা আর্চারকে রাখা হয়নি সেই দলে।
তবে আইসিসির বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী ঘোষিত দল আগামী ২৩ মে পর্যন্ত পরিবর্তন আনার সুযোগ আছে।
বিশ্বকাপের ইংল্যান্ড দল: ওয়েন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
এদিকে বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। সেই দলে রাখা হয়েছে আবাসন নীতিতে পরিবর্তন এনে গত মার্চ মাসে ইংল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা অর্জন করা ২৪ বছর বয়সী আর্চার। এছাড়াও দলে আছেন ক্রিস জর্ডান।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডের ইংল্যান্ড দল: ওয়েন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, জো ডেনলি, ক্রিস জর্ডান, অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।