মালির প্রধানমন্ত্রী সৌমেলৌ বৌবায়া মাইগা ও তার নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করেছেন। পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী সৌমেলৌ বৌবায়া।
মাইগা ও তার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা। তবে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দেওয়া এই পদত্যাগপত্রে পদত্যাগের কোনো স্পষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
গত ২৩ মার্চ স্থানীয় সময় ভোর ৪টায় বন্দুকধারীদের হামলায় দেশটির ফুলানি সম্প্রদায়ের ১৬০ জন নিহত হয়েছিলেন।
দেশটির প্রধানমন্ত্রী সৌমেলৌ বৌবায়া মাইগা সরকারকে এ হামলার পর তীব্র সমালোচনার মুখে পড়তে হয়।
এ হামলা ছাড়াও সাম্প্রতিক সময়ে বেশ কিছু বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে দেশটিতে।
জয়নিউজ/জুলফিকার