রামগড় চা বাগানে শ্রমিক অসন্তোষ

বংশ পরম্পরায় শ্রমিকদের ভোগদখলীয় জমি কেড়ে নেওয়ার হুমকির প্রতিবাদে রামগড় চা বাগানের শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।
শনিবার (২০ এপ্রিল) সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে শ্রমিকরা।

- Advertisement -

সমাবেশে বক্তারা বলেন, বাজার টিলা ত্রিপুরা পাড়া সংলগ্ন দেড় শতাধিক একর জমিতে সপ্তাহখানেক আগে বাঁধ দিয়ে মৎস্য চাষ প্রজেক্ট করার উদ্যোগ নেয় বাগান কর্তৃপক্ষ। মালিকপক্ষের একগুঁয়েমিতে শ্রমিকদের কাজ থেকে ফেরত পাঠানো হয়। এতে নিরীহ চা শ্রমিকেরা অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছে।

- Advertisement -google news follower

 

রামগড় চা বাগানে শ্রমিক অসন্তোষ
এসময় মালিক পক্ষের বাগান বন্ধের ঘোষণা প্রত্যাহারের আহ্বান জানান বক্তারা।

- Advertisement -islamibank

বাগানের সিনিয়র ম্যানেজার জাহাঙ্গির আলম জয়নিউজকে বলেন, বাগান সম্প্রসারণের কাজ হাতে নিলে শ্রমিকেরা বাঁধা দেয়। প্রতিবছর ক্রমান্বয়ে বাগান বাড়ানোর আইন আছে। কিন্তু শ্রমিকেরা এটা মানছে না।

সমাবেশে বক্তব্য রাখেন বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মদন রাজগড়, সাধারণ সম্পাদক বিপ্লব মুন্ডা, চট্টগ্রাম ভ্যালি সভাপতি নিরঞ্জন নাথ, সাধারণ সম্পাদক যতন কর্মকার, সাবেক সাধারণ সম্পাদক মিন্টু দে, সাবেক সভাপতি অধিক লাল দে, সাবেক ভ্যালি সাধারণ সম্পাদক পরিমল দে, পঞ্চায়েত সদস্য, হিরা ত্রিপুরা, বাসিকী উরাং ও শিল্পী রানী।

উল্লেখ্য, একশ বছরেরও বেশি পুরোনো রামগড় চা বাগানটি মালিক-শ্রমিক দ্বন্দ্বে ১৮এপ্রিল থেকে বন্ধের নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ। এতে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে মিটিং মিছিলসহ নানা কর্মসূচি অব্যাহত রেখেছে।

জয়নিউজ/শ্যামল/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM