হাটহাজারীতে হালদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি বালু বহনকারী নিষিদ্ধ ইঞ্জিনচালিত নৌকা জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রোববার (২১ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এ অভিযান পরিচালনা করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খিসা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ইউএনও রুহুল আমিন মুঠোফোনে জয়নিউজকে জানান, হালদা নদীতে প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ জাল, ইঞ্জিনচালিত নৌকা ও বালু উত্তোলনের সময় গাড়ি জব্দ করছি। রোববার হালদা নদীর সাত্তারঘাট থেকে উত্তর মেখল এলাকার বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৪টি বালু বহনকারী নিষিদ্ধ নৌকা জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছি।