হালিশহর রাবেয়া বসরী বালিকা উচ্চ বিদ্যালয়ে চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রের উদ্যোগে ‘সুপ্ত প্রাণে কবিতার ছোঁয়া’র ১৫তম পর্ব
শুক্রবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হয়।
কৌশিক দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য অর্পা দে। বিশেষ অতিথি ছিলেন সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আশরাফুল ইসলাম। আলোচনায় অংশ নেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ চট্টগ্রামের নির্বাহী সদস্য সেলিম রেজা সাগর। আমন্ত্রিত অতিথি হিসেবে আবৃত্তি করেন কণ্ঠনীড় বাচিক শিল্পচর্চা কেন্দ্রের সদস্য ফারজানা আক্তার।
মৃণ্ময়ী চৌধুরীর সঞ্চালনায় একক এবং দ্বৈত আবৃত্তি পরিবেশন করেন নুসরাত জাহান উর্মি, মুনমুন বড়ুয়া, উছেখিং মারমা, প্রিয়ম কৃষ্ণ দে, সায়ন্তন ভট্টাচার্য, সুদেষ্ণা চৌধুরী, স্বরবর্ণ আশরাফ নবান্ন।– প্রেস বিজ্ঞপ্তি
জয়নিউজ/হিমেল/আরসি