বসলো পদ্মাসেতুর ১১তম স্প্যান            

দ্রুতগতিতে এগিয়ে চলেছে পদ্মাসেতুর নির্মাণকাজ। চলতি মাসের ১০ তারিখ ১০ম স্প্যান বসানোর ১৩ দিনের মাথায় মঙ্গলবার (২৩ এপ্রিল) বসানো হলো সেতুর ১১তম স্প্যান

- Advertisement -

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে সেতুর ৩৩ ও ৩৪নং পিলারের উপর বসানো হয় স্প্যানটি। ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি ভাসমান ক্রেন তিয়ান-ই দিয়ে সফলভাবে বসানো হয়। এটি বসানোর ফলে পদ্মাসেতুর ১ হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হলো।

- Advertisement -google news follower

নতুন স্প্যানটি বসানোর ফলে জাজিরা প্রান্তে মোট স্প্যানের সংখ্যা দাঁড়ালো ৯টি। এছাড়া মাওয়া প্রান্তে একটি স্থায়ী ও একটি অস্থায়ী মিলিয়ে মোট স্প্যানের সংখ্যা ১১টি।

পদ্মাসেতু প্রকল্পের প্রধান পরিচালক দেওয়ান মো. কাদের এব তথ্য নিশ্চিত করেছেন।

- Advertisement -islamibank

এর আগে সোমবার (২২ এপ্রিল) ১৫০ মিটার দৈর্ঘ্য আর ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি সেতুর ৩৩ ও ৩৪ নম্বর পিলারের কাছে আনা হয়।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM