ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের মধ্যদিয়ে হিজড়া সম্প্রদায় তাদের পরিপূর্ণ অধিকার পেতে যাচ্ছে। তৃতীয় লিঙ্গের সম্প্রদায়রা ভোট দেওয়ার সুযোগসহ নাগরিকত্ব সুবিধা পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে প্রথম ধাপের হালনাগাদ কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার হিজড়া সম্প্রদায়ের লোকজনকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠান থেকে ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে তৃতীয় লিঙ্গের কয়েক জনের তথ্য সংগ্রহ করা হয়।