উন্নয়ন ও গবেষণা কাজে মনোযোগী হওয়ার আহ্বান মেয়রের

নতুন প্রজন্মের চিকিৎসকদের চিকিৎসা বিজ্ঞানের সমৃদ্ধি ও উন্নয়নে গবেষণা কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

মঙ্গলবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) শাহ আলম বীর উত্তম মিলনায়তনে চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতি ও মুভমেন্ট ডিজ-অর্ডার সোসাইটি অব বাংলাদেশের যৌথ আয়োজনে দিনব্যাপী এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এ আহ্বান জানান।

- Advertisement -google news follower

চিকিৎসা বিজ্ঞানে সমস্যা বলতে কিছু নেই উল্লেখ করে মেয়র বলেন, চিকিৎসা বিজ্ঞানে উদ্ভাবনী ও সৃষ্টিশীল গবেষণায় সকল সমস্যার সমাধান রয়েছে।

মেয়র আরো বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়ার পেছনে যে কাজটি সর্বাগ্রে প্রয়োজন সেটা হচ্ছে লক্ষ্যমাত্রা নির্ধারণ। এটি স্থির না থাকলে দেশ উন্নত হতে পারে না। আমরা ২০২১ সালে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী পালন করব, ওই সময়ের মধ্যে আমরা দেশকে দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে চাই। তারই ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ।

- Advertisement -islamibank

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন খ্যাতিমান নিউরোসার্জন টিপু জাহেদ আজিজ। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন চট্টগ্রাম শাখার সভাপতি প্রফেসর ডা. মুজিবুল হক খান, মুভমেন্ট ডিজ-অর্ডার সোসাইটি অব বাংলাদেশের মেম্বার সেক্রেটারি ডা.আহসান হাবিব সেলিম, চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সহসভাপতি ডা. মোহাম্মদ মনোয়ার উল হক, ডা. হাসানুজ্জামান, প্রফেসর ডা. নোমান খালেদ চৌধুরী, প্রফেসর ডা. হাসান জাহিদুর রহমান, প্রফেসর ডা. এ কে এম আনোয়ার উল্লাহ, প্রফেসর ডা. আনিসুল হক, রবিউল করিম, ডা. জাহিদ রাইহান ও ডা. প্রণয় কুমার দত্ত।

জয়নিউজ/কাউছার/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM