গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ১১টার দিকে ধীরাশ্রম রেল সিগন্যালের দক্ষিণ পাশে ও বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে স্টেশনের আধা কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের একজনের বয়স আনুমানিক (৪৫)। তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ধুসর রঙের শার্ট, অন্যজনের বয়স (৩৫)। তার পরনে ছিল চেক লুঙ্গি ও নীল রঙের ফুলহাতা শার্ট।
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত জানান, সিটি কর্পোরেশনের ধীরাশ্রম রেলস্টেশনে মঙ্গলবার রাত ১১টার দিকে রেল সিগন্যালের দক্ষিণ পাশে ও বুধবার সকাল ১০টার দিকে স্টেশনের আধা কিলোমিটার দূরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই দুই যুবক নিহত হয়েছেন।
নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।