প্রথিতযশা সাংবাদিক মাহফুজ উল্লাহ আর নেই। থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান (ইন্না…রাজিউন)।
মেয়ে নুসরাত হুমায়রা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।তিনি জানান, শনিবার স্থানীয় সময় সকাল ১১টায় মাহফুজ উল্লাহর মৃত্যুর ঘোষণা দেন চিকিৎসকরা।
গুরুতর অসুস্থ হয়ে গত তিন সপ্তাহ ব্যাংককের হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন মাহফুজ উল্লাহ।
গত ২১ এপ্রিল তাঁর মৃত্যুর খবর ছড়িয়েছিল। কিন্তু মেয়ে নুসরাত জানিয়েছিলেন, এটা গুজব।
৬৯ বছর বয়সী মাহফুজ উল্লাহ গত ২ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখা হয়।
স্কয়ারে কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর ১১ এপ্রিল এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
প্রখ্যাত এই সাংবাদিক হৃদরোগ, কিডনি ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন।
উল্লেখ্য, ছাত্রজীবনে বাম রাজনীতি করা মাহফুজ উল্লাহ ষাটের দশকে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনি সাংবাদিকতা ছাড়াও খণ্ডকালীন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। সর্বশেষ তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেন।