সীতাকুণ্ডে জাফর উল্লাহ তামিম (২৭) নামে এক যুবককে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোহেল ওরফে জামাই সোহেলকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৬ এপ্রিল) গভীর রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের বাড়িপাড়া এলাকায় চোরাই তেলের ব্যবসার আধিপত্যের বিরোধে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানায়।
নিহত জাফর একই ইউনিয়নের লতিফপুর গ্রামের মোহাম্মদ সেকান্দর আলমের ছেলে।
জানা যায়, শুক্রবার রাতে কয়েকজন যুবক তামিমকে পাক্কারাস্তার মাথায় হাত-পা বেঁধে লোহার রড দিয়ে পেটায়। রাত ১টার সময় শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তামিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তামিমের মামাতো ভাই মাসুম বলেন, পাক্কারাস্তার মাথা এলাকা থেকে তামিমকে ধরে সন্ত্রাসীরা মান্নানের ডিপোর বিপরীতে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমরা এ হত্যার বিচার চাই।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জয়নিউজকে বলেন, এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখার জন্য ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মজিদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চমেক পুলিশ ফাঁড়ি সোহেল নামে এক ব্যক্তিকে আটক করেছে।
তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য শনিবার বিকেলে সীতাকুণ্ড থানায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।