নগরের খুলশীতে সুপার শপ দ্যা বাস্কেটের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অনলাইন শপের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনলাইন শপের উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।
এসময় আলী আব্বাস বলেন, অনলাইন শপ চালুর মাধ্যমে দ্যা বাস্কেটের সুনাম চট্টগ্রাম ছাড়িয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। দ্যা বাস্কেট দুবাইয়ের বিখ্যাত সুপারশপ কেয়ারফোর-এর মতোই সুনাম অর্জন করবে।
চৌধুরী ফরিদ বলেন, মানসম্মত পণ্য বিক্রির কারণে দ্যা বাস্কেট ইতোমধ্যে নগরে ব্যাপক সুনাম অর্জন করেছে। ভবিষ্যতে সেবার মান আরো উন্নত করে এবং অনলাইন শপের মাধ্যমে বাস্কেটের পরিচিতি আরো ছড়িয়ে পড়বে।
ম্যানেজিং ডিরেক্টর নাজমুল হোসেন বলেন, মানুষের দৈনন্দিন জীবনের ব্যস্ত সময়ে ঘরে বসেই কেনাকাটার ব্যাপারটিকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে দ্যা বাস্কেটের অনলাইন শপ ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করেন। দ্যা বাস্কেটের অনলাইন শপের মাধ্যমে এখন চট্টগ্রাম শহরের যেকোনো এলাকার মানুষ ঘরে বসেই নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সুপারশপের যেকোনো পণ্য অর্ডার দিতে পারবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দ্যা বাস্কেটের চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক, এক্সিকিউটিভ ডিরেক্টর দেলোয়ার হোসেন, ডিরেক্টর রবিউল হোসেন, হেড অব অপারেশন নিজাম উদ্দিন ও সিনিয়র পারচেজ ম্যানেজার সাদেক আলী।