লক্ষ্মীপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী রিমান্ডে

লক্ষ্মীপুরের কমলনগরে গায়ে কেরোসিন ঢেলে স্ত্রী শাহিনুর আক্তারকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি স্বামী সালাউদ্দিনকে তিনদিনের পুলিশ রিমান্ড দিয়েছেন আদালত।

- Advertisement -

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিক আজিজ রিমান্ডের এ আদেশ দেন।

- Advertisement -google news follower

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক মো. শহিদউল্যাহ জয়নিউজকে জানান, কমলনগরের শাহিনুর আক্তারকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি সালাউদ্দিনকে সোমবার (২৯ এপ্রিল) বিকালে রামগতির বুড়া কর্তার আশ্রম এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করে পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

- Advertisement -islamibank

এ নিয়ে শাহিনুর আক্তার হত্যা মামলায় এজাহারভুক্ত ৫ আসামির সকলকেই গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ, রোববার (২১ এপ্রিল) বিকালে স্ত্রীর স্বীকৃতির দাবিতে চট্টগ্রাম থেকে কমলনগরে এসে স্বামী সালাউদ্দিন ও তার সহযোগিদের দ্বারা গায়ে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ হন শাহিনুর আক্তার। পরদিন সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুবরণ করেন তিনি।

জয়নিউজ/আতোয়ার/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM