রাউজানে এক হেলপারের লাশসহ ট্রাক জব্দ ও ওই ট্রাকের চালক জাহাঙ্গীর আলমকে (৩২) আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম বাথাইয়া মারমা (৩০)। তিনি কাউখালী থানার বেতবুনিয়ার পশ্চিম মনাইপাড়া সাপপাড়া এলাকার মৃত উচাই মং মারমার ছেলে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৭টার দিকে রাউজান রাবার বাগান গিরিছায়ার সামনে থেকে জাহাঙ্গীরকে আটক করা হয়।
জানা যায়, গিরিছায়ার সামনে একটি ট্রাকে (চট্টমেট্রো- ত- ০৫-০৫৫৮) তল্লাশি করে একটি লাশ দেখতে পেয়ে লাশসহ ট্রাকটি রাউজান থানায় নিয়ে আসে পুলিশ।
আটক ট্রাকচালক জাহাঙ্গীর আলম বলেন, মিরসরাইয়ের বড়তাকিয়া থেকে জ্বালানি কাঠ নিয়ে ট্রাকটি কাউখালীর তারাবুনিয়া এলাকায় একটি ইটের ভাটায় যায়। সেখানে ট্রাক থেকে জ্বালানি কাঠ নামানোর সময় ট্রাকের পেছনের ডালার আঘাতে হেলপার বাথাইয়া মারমা আহত হয় । ট্রাকে তুলে চিকিৎসার জন্য রাউজান হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়।
রাউজান থানার ওসি কেফায়েত উল্যাহ জয়নিউজকে বলেন, খবর পেয়ে কাউখালী থানা পুলিশ রাউজান থানায় এসে বাথাইয়া মারমার লাশ গ্রহণ করে ও ট্রাকচালক জাহাঙ্গীর আলমকে কাউখালী থানায় নিয়ে যায়।