কুতুবদিয়ায় জলদস্যুদের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের কুতুবদিয়ায় জলদস্যুদের দু’গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় দুই জলদস্যু নিহত হয়েছেন।

- Advertisement -

মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোররাতে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ফতেহআলী সিকদারপাড়া বিল এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, রাইফেলের চারটি খালি কার্তুজ এবং ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

নিহত জলদস্যুরা হলেন উপজেলার দক্ষিণ ধুরং ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের ছৈয়দুল আলমের ছেলে এরফান হোসেন ওরফে এরফান মাঝি (৩০) ও লেমশীখালী ইউনিয়নের চামিরাপাড়া গ্রামের এনামুল হকের ছেলে নুর হোসেন (২৮)।

- Advertisement -islamibank

পুলিশ জানায়, নিহত দুইজনই জলদস্যু। এর মধ্যে এরফানের বিরুদ্ধে ডাকাতি, জলদস্যুতাসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা এবং নুর হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস জয়নিউজকে জানান, দুই দল জলদস্যুর মধ্যে গোলাগুলির ঘটনা শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে পাওয়া যায়। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও রাইফেলের চারটি খালি কার্তুজ এবং ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে।

জয়নিউজ/গিয়াস/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM