পেকুয়ায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রম দিবস ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১ মে) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে বিভিন্ন পেশার শ্রমজীবি মানুষসহ উপজেলা প্রশাসন, থানা প্রশাসনের কর্মকর্তাসহ ক্ষমতাসীন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গরা অংশ নেয়। পরে জাতীয় শ্রমিকলীগ পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের হল রুমে সকাল সাড়ে ১০টার দিকে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
পেকুয়া শ্রমিকলীগের সভাপতি এইচ এম নুরুল আবছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম শাহদাত হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম।
সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমন্ডার ছাবের আহমদ, টইটং ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, আ’লীগ নেতা খানে আলম, উপজেলা যুবলীগ সম্পাদক মো. বারেক, ছাত্রলীগ সভাপতি কফিল উদ্দিন, শ্রমিকলীগ নেতা জিয়াবুল হক মেম্বার, তাফসিরুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন টইটং ইউনিয়ন আ’লীগের সভাপতি ছরওয়ার কামাল, সাবেক সভাপতি কবির আহমদ, শিলখালীর সম্পাদক বেলাল উদ্দিন, আ’লীগ নেতা প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন, আব্দুল ওদুদ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওসমান গনি মেম্বার, উপজেলা যুবলীগের সহসভাপতি জিয়াবুল হক জিকু, যুগ্ন সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন, সৈনিকলীগ সভাপতি শহিদুল ইসলাম হিরু, শ্রমিকলীগ নেতা হুমায়ন কবির, রবিউল করিম ও মোর্শেদ প্রমুখ।