ভারতের উপকূলীয় এলাকা থেকে প্রায় আট লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। ঘূর্ণিঝড় ফণীর কারণে বৃহস্পতিবার (২ মে) তাদের সরিয়ে নেওয়া হয়।
ভারত সরকারের একটি সূত্র জানায়, ওড়িশার ১৩টি জেলার প্রায় ৭ লাখ ৮০ হাজার অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এক হাজারেরও বেশি সংখ্যক আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে প্রায় ১০ লাখ মানুষের জন্য।
দেশটির আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, ঘূর্ণিঝড় ফণী এখন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
শুক্রবার ভারতের ওডিশা রাজ্য উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।