ভারি বর্ষণের কারণে পাহাড় ধসের শঙ্কায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত লোকজনকে সরিয়ে নিচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন। শনিবার (৪ মে) সকাল থেকেই জেলা প্রশাসনের একাধিক টিম এ অভিযান শুরু করে।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন জানান, সতর্কতার অংশ হিসেবে ১৭টি ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে সকাল থেকেই অভিযান পরিচালনা করা হচ্ছে। লোকজনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার পাশাপাশি এসব পাহাড়ে গ্যাস-বিদ্যুৎ ও পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
জয়নিউজ/পলাশ/আরসি