আজ বৃষ্টি হচ্ছে, দেখ রোজালিন
আমি অনেক দিন বৃষ্টির অপেক্ষায় ছিলাম।
আজকের বৃষ্টিতে হয়তো প্রাণ সংহারের হুমকি ছিল
আকাশ জুড়ে কালো মেঘমালা ছিল
ঝড়ের বেগে বাতাস ছিল
কিংবা এক অজানা আতঙ্ক বিরাজিত ছিল।
তবুও বৃষ্টি এসেছিল
এসেছিল এক স্নিগ্ধ পরশ নিয়ে কিছুক্ষণ
এসেছিল হৃদয় জুড়াবে বলে
এসব না হলেও
আজ বৃষ্টি এসেছিল তোমার আমার মনে
গোপনে ঘাত ফেলে দিতে।
মনে আছে? বল
কোন এক বৃষ্টিস্নাত সন্ধ্যায়
দুজনের সুস্থ মস্তিষ্কের কোনে এক বৈশাখী ঝড়
সকল বাঁধা ছিন্ন করে দিয়ে
অতল গহ্বরে তলিয়ে বেঁচেছিল দুটি পরান।
আজ আবার বৃষ্টি হচ্ছে
বৃষ্টিতো হয়
কিন্তু…
সকল বৃষ্টি সেদিনের মতো নয়।
আজ বৃষ্টি হচ্ছে
তুমিও জান আমিও জানি
ঠিক এরকম এক ঝড়ো বৃষ্টিতে
শুধু বলেছিলে, রোজালিন তোমার থাকবেই।
আছো, তুমি, আছো
আমিও আছি বেঁচে
দুই দিকে দুই পথ
আজও বুঝতে পারিনি কে
কে ভেঙেছিল সে শপথ?
কবিতা ও ছবি:
আহসানুল কবীর, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।