এসএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে গতবারের তুলনায় এবার পাসের হারে এগিয়ে আছে ছেলেরা। তবে জিপিএ-৫ বেশি পেয়েছে মেয়েরা।
সোমবার (৬ মে) সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা যায়।
তথ্যমতে, ২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডের অধীনে ৬৮ হাজার ৭৫৭ জন ছাত্র এবং ৮১ হাজার ২৩৫ জন ছাত্রী অংশগ্রহণ করে। এরমধ্যে ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ এবং মেয়েদের ৭৭ দশমিক ৮৩ শতাংশ।
এদিকে পাসের হারে পিছিয়ে থাকলেও জিপিএ-৫ এ এগিয়ে আছে মেয়েরা। এবার ৩ হাজার ৭৪১ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এর বিপরীতে ৩ হাজার ৬৫২ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।
জয়নিউজ/আরসি