২০১৯ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে মহানগরের স্কুলগুলোতে পাসের হার কমেছে। তবে বেড়েছে তিন পাবর্ত্য জেলার পাসের হার।
ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ২০১৮ সালের তুলনায় চট্টগ্রামে পাসের হার ৮৪ দশমিক ৩৮ যা গত বছর ছিল ৮৫ দশমিক ২২, শতাংশের হিসেবে কমেছে ০ দশমিক ৮৪।
তিন পার্বত্য জেলা ও কক্সবাজারে পাসের হার আগের বছরের চেয়ে বেড়েছে। খাগড়াছড়ি জেলায় এবার পাসের হার ৬৫ দশমিক ৪৬, যা গতবার ছিল ৫০ দশমিক ৫২ শতাংশ। রাঙামাটি জেলায় এবার পাসের হার ৬৮ দশমিক ৭৫ শতাংশ, যা গতবার ছিল ৬২ দশমিক ৭২ শতাংশ। বান্দরবান জেলায় গতবার ছিল ৫৭ দশমিক ৯২, যা এবার ৬৫ দশমিক ৩৬ শতাংশ।
চট্টগ্রাম জেলা, পার্বত্য জেলায় রেজাল্ট ভালো হওয়ার কারণ হিসেবে পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান জয়নিউজকে বলেন, অনগ্রসরতার কারণে তারা হয়তো পিছিয়ে পড়েছে। ২০১৮ সালের পার্বত্য জেলার স্কুলগুলোর শিক্ষার্থীদের ফলাফল খারাপ হয়েছিল। তাই বিশেষ উদ্যোগে আমরা
সেখানে ২৬০টি স্কুলে ছাত্র-শিক্ষকদের নিয়ে সভা করেছি। শিক্ষকদের বলেছিলাম, কোন বিষয়ে খারাপ ফল হয়েছে, কেন হয়েছে সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে। এসবের ফল এসেছে এবারের রেজাল্টে। তাই পার্বত্য এলাকার শিক্ষার্থীরা এবার ভালো ফল করেছে।
তিনি আরো বলেন, মহানগরের স্কুলগুলোতে পাসের হার ২০১৮ সালের চেয়ে কেন কমেছে তা আমরা খুব শিগগির খবর নিবো।
পরবর্তীতে এটা যাতে আর না কমে সেই চেষ্টাও করা হবে বলে জানান তিনি।