চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবর রহমান বলেছেন, রমজান ত্যাগ-তিতিক্ষার মাস। রমজান আমাদের সংযমী হতে শেখায়। আমাদের আশপাশে যারা সুবিধাবঞ্চিত আছে এ মাসে তাদের সাহায্য করাই একজন প্রকৃত রোজাদারের কাজ। সেটি করতে পারলে রমজানের মূল উদ্দেশ্য বাস্তবায়িত হবে।
মঙ্গলবার (৭ মে) নগরের দামপাড়া পুলিশ লাইন মাঠে কমিউনিটি পুলিশিংয়ের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, রমজান মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিএমপি বদ্ধপরিকর। এক্ষেত্রে নগরবাসীরও সহযোগিতা প্রয়োজন।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম, উপ-কমিশনার (গোয়েন্দা-বন্দর) মোস্তাইন হোসাইন, নগর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সদস্য সচিব ও জয়নিউজ সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার।
ইফতার মাহফিলে নগরের বিভিন্ন এতিমখানার শিক্ষার্থীদের একসঙ্গে ইফতার করানো হয়। এছাড়া সবাইকে পাঞ্জাবি উপহার দেওয়া হয়।