নগর কমিউনিটি পুলিশিংয়ের ইফতার মাহফিল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবর রহমান বলেছেন, রমজান ত্যাগ-তিতিক্ষার মাস। রমজান আমাদের সংযমী হতে শেখায়। আমাদের আশপাশে যারা সুবিধাবঞ্চিত আছে এ মাসে তাদের সাহায্য করাই একজন প্রকৃত রোজাদারের কাজ। সেটি করতে পারলে রমজানের মূল উদ্দেশ্য বাস্তবায়িত হবে।

- Advertisement -

মঙ্গলবার (৭ মে) নগরের দামপাড়া পুলিশ লাইন মাঠে কমিউনিটি পুলিশিংয়ের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

তিনি আরো বলেন, রমজান মাসে আইন-শৃঙ্খলা  পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিএমপি বদ্ধপরিকর। এক্ষেত্রে নগরবাসীরও সহযোগিতা প্রয়োজন।

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম, উপ-কমিশনার (গোয়েন্দা-বন্দর) মোস্তাইন হোসাইন, নগর  কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম চেম্বার সভাপতি  মাহবুবুল আলম, সদস্য সচিব ও জয়নিউজ সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার।

- Advertisement -islamibank

ইফতার মাহফিলে নগরের বিভিন্ন এতিমখানার শিক্ষার্থীদের একসঙ্গে ইফতার করানো হয়। এছাড়া সবাইকে পাঞ্জাবি উপহার দেওয়া হয়।

জয়নিউজ/রুবেল/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM