অস্ত্র মামলায় পেকুয়া উপজেলা চেয়ারম্যানের ১৪ বছরের সাজা

কক্সবাজারের পেকুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে অস্ত্র মামলায় ১৪ বছরের সাজা দিয়েছেন আদালত। পরে তাকে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোহাম্মদ ফিরোজ ১৯৭৮ সালের অস্ত্র আইনের মামলায় সাজা প্রদান করেন। একই মামলায় অপর তিন আসামিকে আদালত বেকসুর খালাস দিয়েছেন।

- Advertisement -google news follower

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আব্বাস উদ্দিন জানান, ২০১৭ সালের ১৩ আগষ্ট র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের সদস্যরা জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশিয় তৈরী লম্বা বন্দুক ও ১০ রাউন্ড গুলিসহ তার তিন ভাইকে আটক করেছিল।

পরে এ ঘটনায় র্যাব বাদি হয়ে জাহাঙ্গীর আলমসহ তার তিন সহোদরের বিরুদ্ধে পেকুয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছিল।

- Advertisement -islamibank

উল্লেখ, ২৪ মার্চ পেকুয়া উপজেলা পরিষদের অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন জাহাঙ্গীর আলম।

জয়নিউজ/গিয়াস/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM