রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, রাউজানে ২৭ হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে। মানুষের সেবার জন্য ১৪ ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের অফিস করা হয়েছে। আগামীতে প্রতিটি ওয়ার্ডে মেম্বারদের কার্যালয় করার পরিকল্পনা নেওয়া হয়েয়েছ। যারা এই উন্নয়নের ধারাকে ব্যাহত করতে চায়, তারাই রাউজানে অশান্তি সৃষ্টি করছে।
তিনি শুক্রবার (১০ মে) রাউজান উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
রাউজান সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও যুগ্ম সচিব শফিকুল আলম নিজামী, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাঙামাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসান মুরাদ।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান ও উপজেলা যুবলীগ সভাপতি জমির উদ্দিন পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, আব্বাস উদ্দিন আহমেদ, শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, লায়ন এম. সরোয়ার্দী সিকদার, সুকুমার বড়ুয়া, ভুপেশ বড়ুয়া, লায়ন সাহাবুদ্দিন আরিফ, নুরুল আবছার বাঁশি, বিএম জসিম উদ্দিন হিরু, রোকন উদ্দিন, সৈয়দ আবদুল জব্বার সোহেল, প্রিয়তোষ চৌধুরী, তসলিম উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী।
জয়নিউজ/শফি/আরসি