সন্দ্বীপে গ্রাম আদালত শীর্ষক কর্মশালা

গ্রাম আদালতের বিচার প্রক্রিযায় নারীর অংশগ্রহণের গুরুত্ব শীর্ষক এক কর্মশালা সোমবার (১৩ মে) সন্দ্বীপে অনুষ্ঠিত হয়। উপজেলা সম্মেলনকক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল হুদা।

- Advertisement -

গ্রাম আদালতের সন্দ্বীপ সমন্বয়কারী নুরুল আহাদ আরিফের সঞ্চালনায় এতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালত বিষয়ক বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য-উপাত্ত তুলে ধরেন ব্লাস্টের জেলা সমন্বয়কারী আনোয়ার হোসেন ভূঁইয়া।

- Advertisement -google news follower

উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প ও বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর যৌথ সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় সন্দ্বীপের ১০টি ইউনিয়নের ৩৫ জন সদস্য অংশগ্রহণ করে।

জয়নউিজ/ইলিয়াস/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM