রাজধানী ঢাকায় হঠাৎ ঝড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এরমধ্যে বায়তুল মোকাররম মসজিদের প্যান্ডেল ভেঙে মারা গেছেন এক মুসল্লি। দেয়াল ধসে বাড্ডায় মারা গেছেন অন্তত তিনজন।
শুক্রবার (১৭ মে) ঢাকায় মৌসুমের বড় ধরনের এ ঝড় বয়ে যায়।
আবহাওয়া অফিস জানায়, ঢাকার বিমানবন্দর এলাকায় এ ঝড়ের সর্বোচ্চ বাতাসের গতিবেগ উঠেছিল ঘণ্টায় ৯৩ কিলোমিটার। এছাড়া রংপুর, বগুড়া ও রাজশাহীতেও বয়ে গেছে ঝড়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের পশ্চিমপাশে মুসল্লিদের নামাজের অস্থায়ী প্যান্ডেল ভেঙে পড়ে। এতে সফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত ও অন্তত ১৩ জন আহত হন।