এবার দেশেই গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাপানের বিখ্যাত কোম্পানি মিতসুবিশি মোটরস।
চট্রগ্রামের মিরসরাইতে স্থাপিত স্পেশাল ইকোনমিক জোনে এই কারখানা স্থাপন করা হবে। প্রাথমিক পর্যায়ে কোম্পানিটি প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এজন্য সরকারের কাছ থেকে প্রয়োজনীয় পলিসি সাপোর্ট চায় মিতসুবিশি।
জানা গেছে, প্রাথমিক পর্যায়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রস্তাবিত কয়েকটি স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করে কোম্পানিটি মিরসরাইকে নির্বাচন করেছে।
কোম্পানিটি প্রথমে গাড়ি অ্যাসম্বল করবে। পর্যায়ক্রমে গাড়ি তৈরির সব কাজ বাংলাদেশে সম্পন্ন করা হবে।
জয়নিউজ/পলাশ