সপ্তম দফার নির্বাচনে মোদির ভাগ্য নির্ধারণ হবে। ভারতের উত্তর প্রদেশের বারাণসি আসন থেকে লড়ছেন তিনি। তবে ভোটের একদিন আগেই উত্তরাখন্ড প্রদেশের একটি মন্দিরে ধ্যানে বসেন মোদি।
শেষ দফার ভোট শুরু হওয়ার একদিন আগে শনিবার (১৮ মে) সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুদিনের সফরে যান উত্তরাখণ্ড প্রদেশে। সেখানকার কেদারনাথ মন্দিরে পুজো দেয়ার পর ধ্যানে বসেন তিনি।
পাহাড়ি পোশাক পরে প্রায় আধা ঘণ্টা কেদারনাথ মন্দিরে ছিলেন মোদি। মন্দির চত্বর প্রদক্ষিণের পাশাপাশি মন্দিরে ঢুকে পুজো দেন। দুপুরের পরে মন্দিরের একটি গুহায় ধ্যানে বসেন তিনি। রোববার (১৯ মে) স্থানীয় আরেকটি মন্দিরে মোদির যাওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে জানানো হয়, সরকারি কাজে মোদি উত্তরাখন্ডের কেদারনাথ মন্দির পরিদর্শনে যাবেন। আর সে কারনেই তাকে যাওয়ার অনুমতি দিয়েছে কমিশন।
জয়নিউজ/পলাশ