দেশের একজন বর্ষীয়ান ও জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দেশের প্রধানমন্ত্রী যে ধরণের বিদ্রুপ ও রসিকতা করে আসছেন তা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
রোববার (১৯ মে) বিকালে নগরের বাদশা কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম-৮ নির্বাচনি এলাকা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর এ ধরনের কটূক্তিমূলক বক্তব্যের দৃষ্টান্ত সভ্য সমাজ ও দেশে একেবারেই বিরল। কারাগারের দূষণযুক্ত পরিবেশে তাঁর স্বাস্থ্য, সুস্থতা ও জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বেগম জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
ডা. শাহাদাৎ আরো বলেন, বেগম জিয়া খুবই অসুস্থ অথচ এই অমানবিক নির্দয় সরকার তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করার মাধ্যমে কারাগারে হত্যার চেষ্টা করছে। সরকারের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবন্ধ আন্দোলনের বিকল্প নেই।
চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সহদপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলীর পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি শফিকুর রহমান স্বপন, মাহবুবুল আলম, নাজিম উদ্দিন, অধ্যাপক নুরুল আলম রাজু, এসএম আবুল ফয়েজ, জাহেদুল করিম কচি, যুগ্ম সম্পাদক ইসকান্দর মির্জা, মোস্তাক আহমদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, ইয়াছিন চৌধুরী লিটন, মঞ্জুর আলম মঞ্জু, আনোয়ার হোসেন লিপু, শাহেদ বক্স, গাজী মো. সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক শামসুল আলম, জিএম আইয়ুব খান, নগর বিএনপির সম্পাদক ডা. এসএম সরওয়ার আলম, মো. বখতেয়ার, বায়েজিদ থানা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল হারুন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, বোয়ালখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল হক মান্নান চেয়ারম্যান, বোয়ালখালী পৌরসভা বিএনপির সভাপতি ও মেয়র হাজী আবুল কালাম আবু, বিএনপি নেতা সৈয়দ জাকারিয়া সেলিম, আব্দুল আজিজ, আবু মুছা, হাজী ইসহাক চৌধুরী, হাজী নুরুল হক, ইসহাক কোম্পানী, আব্দুর রহিম, আকতার হোসেন মঞ্জু, শাহেদা বেগম, রেজিয়া বেগম মুন্নি, নুরুন্নবী চৌধুরী, শহীদুল্লাহ চৌধুরী, হাজী মো. ইলিয়াছ, জানে আলম জিকু, মো. বেলাল, অ্যাডভোকেট এফ এ সেলিম, এস এম আবুল কালাম আবু, সিরাজুল ইসলাম মুন্সি, কামরুল ইসলাম, ম. হামিদ, শহীদুল আলম শহীদ, মোশাররফ হোসেন, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, জিয়াউর রহমান জিয়া, জসিম উদ্দিন চৌধুরী ও আসাদুর রহমান টিপু।