বাংলাদেশের শ্রমিকবান্ধব বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা ও আসন্ন বাজেটে বিড়ির দাম কমানোর দাবি জানিয়েছে বৃহত্তর জাতীয় ভোক্তা পরিষদ।
সোমবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলন থেকে তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) ষড়যন্ত্র বন্ধসহ ছয়টি দাবি জানানো হয়েছে।
এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবিগুলো তুলে ধরেন সংগঠনের সভাপতি মো. খালেদুর রহমান। দাবিগুলো হলো বিএটিবির ষড়যন্ত্র বন্ধ করতে হবে, বিএটিবির সব সিগারেটের দাম বাড়াতে হবে, কোনো সরকারি আমলা বিদেশি বহুজাতিক কোম্পানির ডিরেক্টর পদে থাকতে পারবেন না, ভারতের মতো বিড়িকে কুটির শিল্প ঘোষণা, বিড়ির ওপর কর রাখা যাবে না ও সিগারেটের মতো বিড়ি ধূমপান ২০৪০ সাল পর্যন্ত অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আমলে যেমন বিড়ির ওপর কর ছিল না, ঠিক তেমনি এ সরকার আমলেও বিড়ির উপর থেকে কর তুলে দিতে হবে।
সংবাদ সম্মেলনে সংগঠনটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।