পদত্যাগ করতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। ৭ জুন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকে তার পদত্যাগ করার কথা রয়েছে।
শুক্রবার (২৪ মে) বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রায় তিন বছর আগে ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়তে দেশটিতে গণভোট হয়। ওই সময় ব্রেক্সিটের পক্ষে ৫২ শতাংশ ও বিপক্ষে ৪৮ শতাংশ ভোট পড়ে।
এর আগে থেরেসা মে ঘোষণা দিয়েছিলেন ব্রেক্সিট চুক্তি পাস হলে তিনি পদত্যাগ করবেন। গণভোটে ইইউতে থাকার পক্ষেই প্রচার চালিয়ে ছিলেন তিনি।
শুক্রবার থেরেসা মে জানান, কনজারভেটিভ পার্টিতে নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যাবেন তিনি।