জাতীয় পার্টি সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম বাহারকে একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ মে) দুপুরে পুলিশের একটি টিম সীতাকুণ্ড সদর থেকে তাকে আটক করে। পরে আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাকে জেলহাজতে প্রেরণ করেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মামলার বাদী অ্যাডভোকেট অমল চৌধুরী জয়নিউজকে বলেন, ৪ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হলে আদালত রেজাউলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পুলিশ গ্রেপ্তারি পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করে শুক্রবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করে। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠান।
সীতাকুণ্ড উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল আলম জয়নিউজকে বলেন, দোকান ভাড়ার টাকা নিয়ে তাদের সঙ্গে বিরোধের কারণে সভাপতি রেজাউল করিমকে আটক করা হয়েছে।