বন্দর টার্মিনাল: ব্যবস্থাপক সারওয়ারুল বরখাস্ত

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাঁনগাও টার্মিনালের ব্যবস্থাপক গোলাম মো. সারওয়ারুল ইসলামকে সংস্থার নিয়ম ভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। টার্মিনালটির দায়িত্ব দেওয়া হয়ছে কমলাপুর আইসিডি’র ডেপুটি ট্রাফিক ম্যানেজার আহমেদুল করিম চৌধুরীকে।

- Advertisement -

বন্দর সূত্র জানায়, গত বছরের শেষে বন্দরের টার্মিনাল ব্যবস্থাপকের দায়িত্ব পালন করার সময় গোলাম মো. সারওয়ারুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। নির্দিষ্ট সময়ের পরে কনটেইনার জাহাজে তোলা বা অগ্রাধিকার ভিত্তিতে কনটেইনার খালাসে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। এরপর বন্দর কর্তৃপক্ষ থেকে কোনো প্রতিবাদ পাঠানো না হলেও গোলাম সারওয়ারুল ইসলাম বিজ্ঞাপন দিয়ে এসব অভিযোগের জবাব দেন, যা বন্দরের প্রবিধানমালার লঙ্ঘন।

- Advertisement -google news follower

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভার হ্যাক করে যেসব কনটেইনার খালাস হয়েছে সেগুলোর মধ্যে ২২২টি অগ্রাধিকার ভিত্তিতে খালাসের জন্য স্পেশাল পারমিশন দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ব্যাপারে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ব্যাখ্যা চায় বন্দরের কাছে। অভিযোগ ওঠার পর প্রথমে তাকে বন্দরের টার্মিনাল ব্যবস্থাপকের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে পানগাঁও টার্মিনালে বদলি করা হয়।

সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়, সংস্থার নিয়ম ভঙ্গ করে পত্রিকায় প্রতিবাদলিপি প্রকাশ করা এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষের প্রতিষ্ঠিত নিয়মগুলোর ব্যত্যয় ঘটানোর বিষয়ে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় বন্দর কর্মচারী প্রবিধানমালার ১৯৯১ এর বিধানমতে এ আদেশ জারি করা হয়েছে।

- Advertisement -islamibank

বন্দরের একজন কর্মকর্তা জয়নিউজকে জানান, সাময়িক বরখাস্ত হওয়া এ কর্মকর্তাকে এখন বন্দরের পরিচালকের (পরিবহন) কার্যালয়ে নিয়মিত হাজিরা দিতে হবে। তবে প্রচলিত বিধি মোতাবেক তিনি আংশিক ভাতা পাবেন।

জয়নিউজ/রিফাত/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM