ক্রিকেটের সবচেয়ে ‘আনপ্রেডিক্টেবল’ দল দুটি হলো পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের ট্রেন্ট ব্রিজ ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (৩১ মে) মুখোমুখি হচ্ছে এই দুই দল।
সাবেক এই দুই বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।
বিশ্বকাপের আগে টানা হারের বৃত্তে থাকা পাকিস্তানের যে ঘুরে দাঁড়ানোর শক্তি সামর্থ্য যথেষ্ট সে বিষয়ে সন্দেহ নেই কারোর। অন্যদিকে গেইল, রাসেল, হোপ, হেটমাইয়ারদের ব্যাটিং লাইনআপ তাদের দিনে গুড়িয়ে দেবে যেকোনো প্রতিপক্ষকে।
বাংলাদেশের কাছে ত্রিদেশীয় সিরিজ খোয়ালেও প্রস্তুতি ম্যাচে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২১ রানের দানবীয় সংগ্রহ জানান দেয় উইন্ডিজরা ব্যাটিংয়ের দিক দিয়ে কতটা শক্তিশালী।
এবারের বিশ্বকাপে পাকিস্তানের শক্তির জায়গা ব্যাটিং। অভিজ্ঞতায় ভরপুর মিডল অর্ডারের নেতৃত্বে আছেন মোহাম্মদ হাফিজ আর শোয়েব মালিক। সাথে দারুন ফর্মে থাকা টপ অডার ইমাম-উল-হক, ফকর জামান, বাবর আজমরা চাইবেন ভালো শুরু করতে।
সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা অধিনায়ক সরফরাজ আহমেদ দেখছেন বিশ্বকাপ শিরোপার স্বপ্ন। আর দলের জয়ের ব্যাপারে পাকিস্তানি অধিনায়ক বেশ আত্মবিশ্বাসী পাকিস্তানের বোলিং লাইনে আছেন ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমিররা, হাসান আলী, ইমাদ ওয়াসিমরা।
অধিনায়ক জেসন হোল্ডার, আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেলডন কটরেলদের সমন্বয়ে উইন্ডিজদের বোলিং ও যথেষ্ট সমীহা জাগানিয়া।
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভবনা। ক্রিকেটের এ দুই অননুমেয় দল চাইবে প্রথম ম্যাচ জিতে নিজেদের একটু এগিয়ে রাখতে।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: ইমাম-উল-হক, ফকর জামান, বাবর আজম, হ্যারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ/ইমাদ ওয়াসিম, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলী এবং ওয়াহাব রিয়াজ।
উইন্ডিজদের সম্ভাব্য একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, শিমরণ হেটমায়ার, ড্যারেন ব্রাভো, জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেলডন কটরেল এবং ওশান থমাস।
জয়নিউজ/পার্থ