মহাসড়কের কোথাও যানজট নেই দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।
শুক্রবার (৩১ মে) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে একথা বলেন মন্ত্রী।
বাস টার্মিনালে কয়েকটি কাউন্টারও পরিদর্শন করেন কাদের। এসময় বাসভাড়া এবং অন্য বিষয়ে কাউন্টারে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা হয় তাঁর।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, কোথাও কোনো যানজট তৈরি হয়নি, হওয়ার আশঙ্কাও নেই। বাংলাদেশের ইতিহাসে এবারের মতো ভালো রাস্তা আর কখনো ছিল না। খুবই প্রশস্ত ও মসৃণ একেকটি সড়ক। ফেরিতে যেন যানবাহন পারাপারে সমস্যা না হয়, সেদিকেও খেয়াল রাখছি আমরা। এবার ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা হবে।
জয়নিউজ/আরসি