লোকসভায় কংগ্রেসের নেতা এবার সোনিয়া

ভারতের লোকসভায় কংগ্রেস সদস্যদের নেতা নির্বাচিত হয়েছেন এবার সোনিয়া গান্ধী।

- Advertisement -

শনিবার (১ জুন) সকালে দলের সংসদীয় কমিটির বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সংসদে কংগ্রেসের নেতা হিসেবে সোনিয়া গান্ধীর নাম প্রস্তাব করলে উপস্থিত নেতারা তাতে সমর্থন জানান।

- Advertisement -google news follower

এ বৈঠকে লোকসভা নির্বাচনে বিজয়ী ৫২ কংগ্র্রেস নেতা ছাড়াও অংশ নিয়েছিলেন রাজ্যসভার সদস্যরাও। সভাপতির পদ ছাড়ার ঘোষণা দেওয়ার পর দলীয় নেতাদের সঙ্গে এটাই রাহুল গান্ধীর প্রথম বৈঠক।

নির্বাচনে বাজেভাবে হারের দায় কাঁধে নিয়ে গান্ধী পরিবারের বাইরে কাউকে নতুন কংগ্রেস সভাপতি করার আহ্বান জানিয়েছিলেন রাহুল। সে সময়, দলের নেতারা তার প্রস্তাব প্রত্যাখান করেন। তবে, এখনো মত বদলাননি রাহুল গান্ধী।

- Advertisement -islamibank

কংগ্রেস সভাপতি এক টুইট বার্তায় বলেন, সোনিয়া গান্ধী কংগ্রেসের সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন। তার নেতৃত্বে সংসদে কংগ্রেস শক্তিশালী ও কার্যকর বিরোধী দল হিসেবে নিজেকে প্রমাণ করবে, যা ভারতীয় সংবিধান রক্ষায় লড়বে।

২০১৪ সালের নির্বাচনে কংগ্রেস জিতেছিল মাত্র ৪৪টি আসনে। এবার তারা পেয়েছে ৫২টি আসন। গত সংসদে কংগ্রেসের নেতা ছিলেন মল্লিকার্জুন খারগে। কর্ণাটকের গুলবার্গা আসন থেকে নয়বার বিধানসভা ও দু’বার লোকসভা নির্বাচনে জেতা এ জ্যেষ্ঠ নেতা এবারের নির্বাচনে হেরে গেছেন।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM