বাসমালিকদের লোভ-লালসা মানসিক প্রবণতায় পরিণত হয়েছে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৩ জুন) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বাসে যেন অতিরিক্ত ভাড়া নেওয়া না হয়, সে জন্য টার্মিনালে ঘুরেছি। বাসমালিকেরা বোঝাতে চেয়েছেন, যাওয়ার সময় যাত্রী থাকলেও আসার সময় খালি আসতে হয়। আমি বাসমালিকদের বলেছি, সারা বছরই তো ব্যবসা করেছেন, ঈদের সময় মুনাফার ক্ষেত্রে একটু সংযমী হন।
তিনি আরো বলেন, আমাদের দেশে শৃঙ্খলার অভাব। পরিবহন ও সড়ক উভয় ক্ষেত্রেই কোথাও শৃঙ্খলা নেই। এটি ফেরাতে পারলে দেশ এগিয়ে যাবে।