কাউকে দরিদ্র চিহ্নিত করতে প্রধানমন্ত্রী নারাজ: মেয়র নাছির

দারিদ্র্য বিমোচনে বর্তমান সরকারের পদক্ষেপ বিশ্বে প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

মঙ্গলবার (৪ জুন) বেলা ১২টার দিকে নগরের বায়েজিদ আরেফিন নগর এলাকায় ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

- Advertisement -google news follower

বঙ্গবন্ধু প্রজন্মলীগ বায়েজিদ থানার উদ্যোগে এ আয়োজন করা হয়।

কাউকে দরিদ্র হিসেবে চিহ্নিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারাজ উল্লেখ করে মেয়র নাছির বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বারগতিতে এগিয়ে চলেছে। এভাবে চললে অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। সরকার দারিদ্র্য বিমোচনে যেসব পাইলট প্রকল্প গ্রহণ করেছে, তার সুফল পাচ্ছে প্রান্তিক মানুষ।

- Advertisement -islamibank

মেয়র বলেন, চট্টগ্রামের চেহারা পাল্টে গেছে। প্রাচ্যের রাণী চট্টগ্রাম সত্যিকার অর্থে আজ গ্রিন সিটি ও ক্লিন সিটি। প্রধানমন্ত্রীর সহযোগিতায় বন্দরনগরী আরো পাল্টে যাবে। শেখ হাসিনার সরকারের ওপর একটু আস্থা রাখুন। এদেশ উন্নত রাষ্ট্র হতে আর দেরি নেই।

বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, নগর আওয়ামী লীগ নেতা মো. ঈসা, ফরিদ আহমদ চৌধুরী, মো. আব্বাস, লোকমান হাকিম কুতুবী প্রমুখ।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM