শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে মঙ্গলবার (৪ জুন) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মধ্যপ্রাচ্য ছাড়া বিশ্বের বেশ কয়েকটি দেশেও উদযাপিত হচ্ছে ঈদ।
এবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৯টি রোজা দিয়ে পবিত্র রমজান মাস শেষ হলো। সৌদি আরব ছাড়া যেসব দেশে আজ ঈদ উদযাপিত হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, লেবানন, ইরাক, মিশর ও কুয়েত। তবে মধ্যপ্রাচ্যের জর্ডান, ফিলিস্তিন, ইয়েমেন ও সিরিয়ার কিছু অংশে আজ ঈদ হচ্ছে না।
আফ্রিকার দেশগুলোর মধ্যে আলজেরিয়া, লিবিয়া, তিউনিসিয়া, মরক্কো এবং চাদেও উদযাপিত হচ্ছে ঈদ। ঈদ হচ্ছে মধ্য আফ্রিকার কয়েকটি দেশেও।
ইউরোপের যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও তুরস্ক ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায়ও উদযাপিত হচ্ছে ঈদ।
জয়নিউজ/আরসি